News:

তালেপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক মন্ডলী ও কর্মচারীর জন্য অনুসরণীয়

শিক্ষকদের জন্য করণীয়ঃ

  • স্কুলের ভালো ফলাফলের ধারাবাহিকতা অবশ্যই বজায় রাখতে সদা সর্বদা সজাগ থাকতে হবে।
  • নিজেদের ক্লাশে উপস্থিতিতে কোনোভাবেই দেরি করা বাঞ্চনীয় নয়।
  • শিক্ষার্থীদের স্কুলের পড়া অবশ্যই স্কুলে আদায় করার বিষয়ে সকল শিক্ষককে সচেষ্ট থাকতে হবে।
  • শ্রেণী পাঠদান কাজে পাঠপরিকল্পনা ও শিক্ষা উপকরণের যথাযথ ব্যবহার আবশ্যক।
  • কাজের সুবিধার্থে ডাইরী ব্যবহার আবশ্যক। ।
  • সহ-পাঠক্রমিক কার্য্যক্রমে আবশ্যকীয় অংশগ্রহণ।
  • মার্জিত পোশাক-পরিধানে ও নিজেদের সাথে মার্জিত আচরণে সর্বদা সজাগ থাকতে হবে।
  • স্কুলের শিক্ষার্থীদের আচরনের প্রতি এবং স্কুল ক্যাম্পস ও ক্যাম্পাসের বাহিরে শিক্ষার্থীদের গতি-বিধির প্রতি সদা সর্বদা সজাগ থাকতে হবে।
  • সকল শিক্ষককে যারযার অবস্থান থেকে শিক্ষা ও শিক্ষার্থীর সামগ্রিক মান উন্নয়নে সচেষ্ট হতে হবে।
  • শ্রেণিশিক্ষকের সর্বোচ্চ সৃজনশীলতা,  উদ্ভাবনশীলতা এবং সুদূরপ্রসারী চিন্তার প্রতিফলন কাম্য।  

কর্মচারীদের জন্য নিয়ম-কানুন

  • কোনো শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকদের সাথে কোনোক্রমেই অশালীন বা মনে কষ্ট পাবে এমন কোনো ব্যবহার করা যাবে না। যথাসম্ভব যার যার দ্বায়িত্ব অত্যন্ত দক্ষতার সাথে পালন করতে হবে।
  • শিক্ষকমন্ডলী ও অভিভাবকদের সাথে সর্বদা সম্মান প্রদর্শন করতে হবে।
  • মনে রাখতে হবে স্কুলের সর্বক্ষেত্রে অবদানের জন্য কর্মচারীদের অবদান কোনো অংশেই কম নয়। সুতরাং স্কুলের পরিবেশ শান্তিপূর্ণ ও পরিস্কার পরিচ্ছন্ন রাখতে আপনাদের দায়িত্ব আরো বেশি করে পালন করতে হবে।

সবাই আমরা এক পরিবারের সদস্য। শিক্ষার্থীরা সুন্দর ও শুভ এর প্রতীক।আমাদের শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়ন ও সর্বাঙ্গীন কল্যাণ গৃহীত যাবতীয় কার্যক্রম বাস্তবায়নের জন্য আমি সকল সম্মানিত শিক্ষক মন্ডলীর ও কর্মচারীদের সর্বান্তকরণ সহযোগিতা কামনা করছি।

ধন্যবাদান্তে-

আব্দুল জলিল

প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত)

তালেপুর  আদর্শ  উচ্চ বিদ্যালয়